বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য ধরে রেখেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
কাম্প নউয়ে বুধবার রাতে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের ম্যাচটি লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামে বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়ার গোলে দল এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা।
ম্যাচের শুরু থেকেই রক্ষণে চাপ ধরে রাখা বার্সেলোনা ১৮তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায়। ক্লেমোঁ লংলের হেড পা দিয়ে ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক।
৩২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুইস সুয়ারেসের দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধেও একচেটিয়া আক্রমণ করতে থাকা বার্সেলোনা দ্বিতীয় গোলের দেখা পায় ৮৩তম মিনিটে। এ গোলের পরই প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানায় পাঠান স্পেনের আলবা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ১২ গজ দূর থেকে আলবার আরেকটি শট হান্দানোভিচ রুখে দিলে ব্যবধান আর বাড়েনি।
তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইতালির ক্লাব ইন্টার।