বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
দিনাজপুরের হিলির মধ্য বাসুদবেপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজারেরও বেশি পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা ইসলাম (৩৫) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক রানা হিলির মধ্য বাসুদেবপুর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর সিপিসির অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ক্যাম্পের একটি দল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে রানা ইসলামকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে এক হাজার ৬২পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।