শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫৭ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে ভ্রম্যমান মৌচাষিরা মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।
শার্শার কন্যাদাহ গ্রামে রাস্তার পাশে একশত থেকে দেড়শত মৌমাছির বাক্স নিয়ে চলতি মৌসুমের বরই ফুলের মধু সংগ্রহে এসেছেন বলে জানান মৌচাষিরা। এবিষয়ে রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি: মোঃ আয়ুব হোসেন পক্ষী ও ক্যামেরায় ছিলেন মোঃ রাসেল ইসলাম।
মৌচাষিদের কাছে মৌমাছির চাষের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ৬ বছর আগে খুলনা থেকে মৌচাষের উপরে প্রশিক্ষণ গ্রহন করেছি। এর আগে তাদের বাপ দাদারা এই চাষ করতো। এই চাষের সাথে তারা প্রায় ১৮-১৯ বছর ধরে জড়িত রয়েছেন। তাদের বর্তমান ব্যবসাই হচ্ছে মৌচাষ। প্রতি ৬ মাস অন্তর তারা ৬-৭ লাখ টাকার মধু বিক্রি করে থাকেন রাজধানীসহ দেশের বিভিন্ন কোম্পানি মালিকের কাছে। প্রতি মণ মধু ১০-১২ হাজার টাকা দরে বিক্রি করেন।