শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
বোর্ডের সঙ্গে বিবাদের কোনো সমাধান না করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
সবশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছিলেন ‘চ্যাম্পিয়ন’ খ্যাত এ ক্রিকেটার। ওয়ানডে খেলেছেন তারও দুই বছর আগে ২০১৪ সালে।
২০০৪ সালে অভিষিক্ত ব্রাভো দেশের হয়ে ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে আর ৬৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে ব্রাভো বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ থেকে আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি। ২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মেরুন রঙের টুপি পাওয়ার পর খেলাটির প্রতি টান আগের মতোই আছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাকে যতদিন সম্ভব খেলে যেতে হবে। তাই এর আগে সবাই যা করেছে সেটাই করতে চাই-পরবর্তী প্রজন্মের জন্য আন্তর্জাতিক ময়দান ছেড়ে দেয়া।
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকঠাক না পাওয়ায় প্রায়ই দল থেকে সরে দাঁড়ান উইন্ডিজের তারকা ক্রিকেটাররা। সে তালিকার অন্যতম ছিলেন ব্রাভো।
জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টির বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন ব্রাভো।