শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর সময় অনুযায়ী নির্বাচন হবে এবং তা হবে শেখ হাসিনার অধীনেই। এর কোনো বিকল্প নেই। তারা যদি আন্দোলন করে নির্বাচনকালীন সরকারের জন্য, তাহলে তা হবে স্বপ্নের মতো। তাদের স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে।’
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ৬ষ্ঠ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলেন, যে দলের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তারেক রহমান, কামাল সে দলের সঙ্গে ঐক্য করে বলছেন- তারেকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যে জোটে জামায়াত রয়েছে, সে দলের সঙ্গে ঐক্য করে বলছেন- জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসব বলে তিনি আসলে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছেন।’
তোফায়েল আহমেদ বলেন, ‘অপেক্ষা করেন সামনে অনেক কিছু দেখতে পাবেন। সমাবেশের নামে গোলযোগের চেষ্টা করলে চরম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কোথাও দাঁড়াতেই দেবে না পুলিশ।’
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামালকে উদ্দেশ করে তিনি বলেন, নিজেকে সংবিধান প্রণেতা বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা বলেন, অথচ জোট করেছেন জামায়াতের সঙ্গে। জামায়াতের সঙ্গে জোট করে অসাম্প্রদায়িক দেশ কীভাবে গড়বেন।