বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৮:৪৬ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি পেয়েছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী রোববার ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই সমাবেশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
যদিও জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে। কিন্তু আজ মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেয়।
২৫ শর্তে ঐক্যফ্রন্টকে এ সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।
এর আগে গত বুধবার বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে সমাবেশ করে।