শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:২০ অপরাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সি,এন,জি অটোরিক্সা,শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এস এম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবণমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মস‚চির আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের সংগৃহিত বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২,শ জনকে ১ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি ও ২,শ জনকে ১ হাজার টাকার শিক্ষা উপকরণ এবং ৩টি সি,এন,জি অটোরিক্সা বিতরন করা হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্তি প্রশাসক (সার্বিক) মো.মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী কমশিনার মনির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার নুর নবী প্রমুখ।