মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২, ০৩:৩৮ অপরাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বন্য শুকুরের আক্রমনে এক কাঁকড়া শিকারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সুন্দরবনের তুষখালী নামক স্থানে কাঁকড়া শিকারের সময় এ ঘটনাটি ঘটে।
আহত কাঁকড়া শিকারী রুহুল আমিন গাজী (৬০) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত ফকির সরদারের ছেলে।
আহতের স্বজনরা জানান, বন বিভাগ হতে অনুমতি নিয়ে রুহুল আমিন গাজী সুন্দরবন তুষখালী খালে কাঁকড়া আহরণ করার সময় হঠাৎ বন্য শুকুরের একটি দল তাকে আক্রমন করে। এ সময় তিনি গুরুতর আহত হন। পাশ থাকা তার অন্যান্য সঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ আনিসুর রহমান তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্ররণ করেছেন।
সুন্দরবন বুড়িগায়ালিনী স্টেশন কর্মকর্তা (এস.ও) কে.এম কবীর হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।