শনিবার, ২১ মে ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
খবরের আলো :
জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি : “মানবাধিকার সুরক্ষায় তাারুণ্যের অভিযাত্রা” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে মানবাধিকার দিবস-২০১৯। মঙ্গলবার সকালে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। সভায় বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, শিক্ষক সেলিনা বেগম, নাসির উদ্দীন মোল্লা।