শনিবার, ২১ মে ২০২২, ০৩:১২ পূর্বাহ্ন
খবরের আলো :
শ্রীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহের একটি নতুন বাচ্চার জন্ম নিয়েছে, তার পাশাপাশি প্রথমবারের মতো একটি ভালুকের বাচ্চা ও জন্ম নিয়েছে। গত(৭ ডিসেম্বর )শনিবার বাচ্চার জন্ম হলেও নিরাপত্তার জন্য দাপ্তরিকভাবে সোমবার সন্ধ্যায় খবরটি জানায় পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় আফ্রিকান সাফারি পার্কের ভালুকের বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। পরে ওই বেষ্টনীর ভিতরে দেখতে পায়, একটি গর্তের মধ্যে মা ভালুক বাচ্চা নিয়ে বসে আছে। এরপর পার্কের কর্মকর্তারা গর্তের মধ্যেই বাচ্চাটির জন্য নরম খাবার দেন। মা ভালুকেরা বাচ্চার প্রতি খুব বেশি সতর্ক। তবে গর্তে ভালুকের কটি ভাল্লুক বাচ্চা হয়েছে তা জানা যায়নি। তা ছাড়া তাদের নিরাপত্তার কথা ভেবে গণমাধ্যম কর্মীরা ছবি তুলিনি। কয়েক দিনের পরে বাচ্চার সংখ্যা জানা যাবে। ভালুকেরা সাধারণত এক থেকে তিনটি বাচ্চার জন্ম দেয়।সিংহের ও এসেছে একটি নতুন অতিথি। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, শ্রীপুর।(৯ ডিসেম্বর) সোমবার দুপুরের দিকে সিংহের বেষ্টনীতে মা সিংহকে বাচ্চা নিয়ে ঘুরতে দেখা যায়।সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, মনে হচ্ছে বাচ্চাটির বয়স আনুমানিক ১৫ দিন।চোখ ফুটেছে। ভালুক ও সিংহ বাচ্চা গুলোর প্রতিক্ষণে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। নতুন বাচ্চা সহ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বর্তমানে সিংহের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ টি।