শনিবার, ২১ মে ২০২২, ০২:৫৮ পূর্বাহ্ন
খবরের আলো :
আ. কাইয়ুম খান খুলনা থেকেঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় ও জেলা কমিটির সমন্বয়ে র্যালী, মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখ থেকে র্যালীটি শুরু হয় নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। র্যালী শেষে “মানবাধিকার সুরক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন শাওনের সভাপতিত্বে এড. আইয়ুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম, উপ-পরিচালক (স্বাস্থ্য) সৈয়দ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আইন সহায়তা কেন্দ্র খুলনা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম খান। এছাড়া বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি শেখ মনির হোসেন, মোঃ আসিফ ইকবাল, মহিলা ও শিশু সম্পাদিকা জুবাইয়া নওশিন, অনুসন্ধান কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম মিলন, শরীফ মোল্যা, মো. শামীম, ফেরদাউস, আব্দুল আহাদ, আশিস প্রমুখ। অনুষ্ঠান শুরুতে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পক্ষ হতে বিশেষ সম্মানানা প্রদান করা হয়। সন্মাননা প্রাপ্তরা হলেন রূপসা উপজেলায় বেদখল হওয়া সরকারি সম্পপ্তি উদ্ধারের স্বীকৃতি স্বরূপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তেরখাদার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ গোলাম সরোয়ার, আইনের সুশাসন প্রতিষ্ঠায় রূপসা থানার অফিসার ইনচার্জ মোল¬া জাকির হোসেন, স্বাস্থ্য সেবায় পাইকগাছা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, নারী উদ্যোক্তা হিসেবে গ্রীন নারী কল্যাণ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ছাকেরা বানু, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ খানজাহান আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, সাংবাদিকতায় তরুণ চক্রবর্তী বিষ্ণু, মানবাধিকার সুরক্ষায় আসক মংলা উপজেলার সভাপতি সুমী লীলা, সমাজ উন্নয়নে মো. আলমগীর হোসেন শ্রাবন, আইনের সুশাসন প্রতিষ্ঠায় উপ-পরিদর্শক মো. সুজাউদ্দৌলা, সি আই এন টেলিভিশন এর সম্পাদক আবু হামজা বাঁধন, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ফটিক ব্যানার্জী, অনুসন্ধান কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম মিলন, নাগরিক সেবা ও মানব পাচাররোধে যশোর পুটখালী ইউপি সদস্য মো. মমিনুর রহমান, পাইকগাছার রাড়ুলী ইউপি সদস্য আ. ছাত্তার গাজী, মানবধিকার সুরক্ষায় মনিরামপুর উপজেলা কমিটির উপদেষ্টা ডা. জামাল উদ্দিন।