খবরের আলো :
হবিগঞ্জের বাহুবলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ৬টি ককটেল ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে পুলিশের একটি দল উপজেলার মিরপুর বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোক দেখতে পায় তারা। তখন পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানে বালুর স্তুপ থেকে পুলিশ ৬টি ককটেল ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।