খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাহাদুরপুর গ্রামে জনতা থাতুন(২৫)নামে এক গৃহবধূর স্বামীর সাথে অভিমান করে অাত্মহত্যা করেছে। মৃত জনতা খাতুন বাহাদুপুর গ্রামের অাজিজুর রহমান সরদ্দারের স্ত্রী।
বেনাপোল পোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সৈয়দ অালমগীর জানান, মৃত জনতার স্বামীর সাথে অভিমান করে অাত্মহত্যা করেছে বলে অামরা জানতে পারি। লাশ ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।