শনিবার, ২১ মে ২০২২, ০১:৩৩ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১০ ডিসেম্বর : বিয়ের প্রলোভন দেখিয়ে সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে মানিক হাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিক হাজী আশুলিয়ার বুড়ি বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৩৫)।
মামলা সূত্রে জানা গেছে, পেশায় বিউটিশিয়ান ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়েন মানিক হাজী। এরপর গোপনে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। এই ঘটনার আজ সকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, মানিক এর আগেও পলি নামের এক নারীকে জিম্মি করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকেও একাধিকবার ধর্ষণ করেন মানিক। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দিলে মানিক তালবাহানা শুরু করেন।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, ধর্ষণের মামলায় মানিক হাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।পূর্বপশ্চিমবিডি