শনিবার, ২১ মে ২০২২, ০২:৩৪ পূর্বাহ্ন
খবরের আলো :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর : কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নিচিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নিচিন্তপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার এবং এক শিশু নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।