শনিবার, ২১ মে ২০২২, ০২:২৯ পূর্বাহ্ন
খবরের আলো :
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব ইসলাম (২২) ও আনিছুর রহমান (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহত রাজিব ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। আনিছুর একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চতুরাগছ এলাকার মোফারফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার বাংলাবান্ধা থেকে আনিছুরকে নিয়ে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ার উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন রাজিব। পথে তেঁতুলিয়া বাংলাবান্ধা সড়কের নজরুল সরণী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আনিছুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
এদিকে ঘটনার পর অপর মোটরসাইকেল আরোহী পালিয়ে যান। তাদের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা।