শনিবার, ২১ মে ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ন
খবরের আলো :
মোঃ জাকির হোসেন : ঢাকার ধামরাইয়ে অপহরণের ৫ দিন পর ৭ বছরের শিশু মবিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণকারী আজিজুকলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু মবিন ধামরাই থানাধীন মঙ্গলবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন মাসুদুর রহমান জানান, ৭ ডিসেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শিশু মবিন। পরে এই ঘটনায় তার পরিবার থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তদন্তের নামে। তদন্তের নেমে পুলিশ একটি ফোন নম্বর লেখা চিরকুট উদ্ধার করে। যেখানে লিখা ছিল ‘ছেলেকে ফিরে পেতে এই নম্বরে যোগাযোগ কর’। পরবর্তীতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ওই ফোন নম্বরের সূত্র ধরে শিশু মবিনদের পাশের বাড়ির কেয়ারটেকার আজিজুলকে আটক করে। পরে আজিজুলের স্বীকারোক্তিতে বাড়ি থেকে ২শ’ মিটার দূরে খাল মধ্যে কচুরিপনার ভিতর থেকে শিশু মবিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার আজিজুলের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।