বুধবার, ১১ ডিসেম্বর : শুভ উদ্বোধন করেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্টাতা সৈয়দ শাহেদ আলী উপস্থিত ছিলেন বিষেশ অতিতি ৩নং মুন্সীবাজার সেবা ফার্মেসীর মালিক শিক্ষা অনুরাগী সমাজ সেবক মো সুলেমান মিয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বেলাল আহমদ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন খান মামুন কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ রুকন ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুমান সাদিক সহ সভাপতি হুমায়ুন রশিদ টিটন সাধারণ সম্পাদক এমজাদ হোসেন ও রাজনগর উপজেলা শাখার সভাপতি শিহাব আহমদ সহ সভাপতি আজমান আজিম
সাধারণ সম্পাদক তৈফিক আলম নাইম সাংগঠনিক সম্পাদক লুকমান হোসেন
অর্থ সহ সম্পাদক আব্দুল করিম বক্স ও মামুন ও ইউ,পি শাখার সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা শাকেরা আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মেহজাবিন আক্তার মুন্নী সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা নাইমা আক্তার উপস্তাপক করেন ৩নং মুন্সীবাজার ইউ,পি শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মিজু আলী সবার সভাপতিত্ব করেন ৩নং মুন্সীবাজার ইউ,পি শাখার সভাপতি রাহেল খান তালহা ও সকল সেচ্ছাসেবী সদস্য
প্রতিষটাতা তার বক্তব্যে বলেন মানব সেবায় নিজেকে নিউজিত করার মত সুখ আর কোথায় ও নেই
এই সংঘটণ এর মাধ্যমে গরিব অসহায় মানুষের জন্য অনেক সু্যোগ সুবিধার ব্যবসতা করা হয়। এই সংঘটন সেচ্চায় রক্ত দান, গরিব অসহায় শিশুদের মুসলমানি, দেওয়া হয়। শীতের সময় শীতের কাপর বিতরণ করা হয় বন্যার সময় এাণ বিতরণ করা হয়। সামাজিক সকল ধরনের কাযকম এই সংঘটণ জড়িত তাকে এবং খুব সফলতার সাথে সবার কাছে পৌঁছাতে পারে তাদের সেব া। গরিব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দেন এই সংঘটনের সদস্য