শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন
খবরের আলো :
নারাণগঞ্জ জেলা প্রতিনিধি :শনিবার ২৭অক্টবর রূপগঞ্জ বরপা ৬নং ওয়ার্ডে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলোর মিছিল ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয় গোলাম মর্তুজা পাপ্পা । পায়রা উড়িয়ে খেলা উৎবদন করে পাপ্পা গাজী যমুনা গুরূপ অব চেয়ারম্যান ও জাতীয় ক্রীকেট বোর্ড ফেডারেশন্স পরিচালক গোলাম মর্তূজা পাপ্পা গাজী। স্থান সুতালড়া হাজী মোস্তাফিজুর রহমান মোল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিশাল বালুর মাঠ । ফটো ধারন সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীন দৈনিক খবরের আলো i ক্রিকেট সহ বিভিন্ন খেলার উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছে নারায়ণগঞ্জ-১ সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। সামাজিক উন্নয়নের পাশাপাশি ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন জাতীয় খেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমার পিতা গোলাম দস্তগীর গাজী।আওয়ামীলীগ মানেই দেশের শান্তী এমপি গাজী খেলা ধুলা সাংস্কৃতিক বিনোদন এইসমব অনেক পছন্দ করেন তাই কেউ আমন্ত্রন করলে তিনি ঘরে বসে থাকতে পারেন না আনন্দে ছুটে যান সবার মাঝে তিনি বলেন গাজী গোলাম দস্তগীর এমপি কারো একার নয় জনগনরে সবার তাই আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীকে বিজয়ী করে রূপগঞ্জে উন্নয়নের ধারাকে অব্যহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি আবার বিজয়ী হয়ে আসলে আড়িয়াব গ্রামে গাজী মাঠ নামে কয়েক ভীগা জমি রয়েছে তা খেলার মাঠ হিসেবে দান করা হবে এখানে এসে সবাই খেলা ধুলা করবে i পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, থানা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন,পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, তারাব আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লায়ন বি এম আতিকুর রহমান, সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবেল,তারাব পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গাফফার রাসেল, সিনিয়র সহ সভাপতি শাহাদাৎ হোসেন শাহিন, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন লিথেন,সাংঠনিক সম্পাদক জামাল সিকদার,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুবলীগ নেতা স্বপন মোল্লা, আউয়াল মোল্লা, এমি ভূঁইয়া, শওকত সাইদ প্রমূখ ।