সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
খবরের আলো :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। জড়িতদের বিরুদ্ধে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া আবসিক হলের সামনে থেকে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে মৃতঞ্জয়ী মুজিবের সামনে জড়ে হতে থাকে। পরে শিক্ষার্থীবৃন্দ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে মৃতঞ্জয়ী মুজিবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীবৃন্দ রাজধানীর কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থীর ধর্ষক কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করতে আহ্বান জানান।