শনিবার, ২১ মে ২০২২, ০২:৪৬ পূর্বাহ্ন
খবরের আলো :
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা সাভারে পৃথক ঘটনায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর হাত পা ভেঙ্গে গেছে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সাভারের গেন্ডা পশিচম ব্যাংক টাউন এলাকায় এঘটনা ঘটে।এলাকাবাসী বলেন, পশিচম ব্যাংক টাউন এলাকায় মাদক ব্যবসায়ায় বাধা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী মোঃনাছির উদ্দিনকে (৪৭) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসী মনির, রনি,ও সালমান। পরে ওই ব্যবসায়ীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অন্যদিকে সাভারের গেন্ডা এলাকায় আবু জার নামের (৪৮) এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ফলের ব্যবসা করে আসছিলেন। স্থানীয় সন্ত্রাসী আরিফ ওই ব্যবসায়ীর থেকে বিভিন্ন ফল কিনে নিলে ফল বিক্রির টাকা চাইলে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে আহত করে তার ডান পা ও বাম হাত ভেঙ্গে দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন এদিকে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়।এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল আউয়াল জানান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।