বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:২৩ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
সরকারি আরও চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এ নিয়ে মোট ২৮০টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।
আজকে জাতীয়করণ করা স্কুলগুলো হলো- বগুড়ার চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।