বুধবার, ১৩ জানুয়ারী ২০২১, ০৩:৩৫ পূর্বাহ্ন
বুধবার, ১৫ জানুয়ারী : ২০১৮ সালে প্রণীত কৃষি বিপনন আইনে অর্থকরী ফসলের তালিকায় তামাককে বাদ দেয়ার দাবি জানিয়ে সবজি মিছিল করেছে তামাকবিরোধী কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংগঠনগুলো অবস্থান কর্মসূচি পালন করে।
বক্তারা ক্ষতিকর তামাক চাষের পরিবর্তে খাদ্য শস্য উৎপাদনে চাষীদের উৎসাহিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট নামের একটি সংগঠনের পরিচালক গাউস পিয়ারী বলেন, খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। সবজি উৎপাদনে তৃতীয়, চাল ও মাছ উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে সপ্তম অবস্থানে। তামাকের পরিবর্তে জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক এ সকল পণ্যের সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের অধিক গুরুত্ব দেওয়া জরুরি।
স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটি পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বাংলাদেশ ব্যাংক তামাক চাষে সরাসির অথবা চুক্তিবদ্ধ উৎপাদন ব্যবস্থার আওতায় ব্যাংক ঋণ বন্ধ/অর্থায়ন সুবিধা বন্ধে সার্কুলার দিয়েছে। প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে ‘তামাকমুক্ত বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই শীঘ্রই তামাকে অর্থকরী ফসলের তালিকা থেকে বাতিল করার দাবী জানাই।’
প্রসঙ্গত, দেশে ধুমপানবিরোধী আন্দোলন অনেক বছর চললেও বিদেশি সিগারেট কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার বাজার বাংলাদেশ। দেশীয় বিড়ি উৎপাদন এবং তামাক চাষ বন্ধের দাবিকে অনেকেই বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষার জন্য বলে মনে করেন। বিদেশিদের শত শত কোটি লাভের টাকা বাইরে নেয়ার সুযোগ সীমিত করে সেইসব কোম্পানিকে দেশীয় তামাক ব্যবহারে বাধ্য করারও দাবি জানান তামাক উৎপাদনকারীরা।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম এ মান্নান মনির, বাংলাদেশ নেটওর্য়াক ফর ট্যোবাকো ট্যাক্স পলিসির প্রতিনিধি হামিদুল ইসলাম হিল্লোল, এইড ফাউন্ডেশনের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আবু নাসের অনিক, নবনীতা মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আতিকা হোসেন, তাবিনাজের প্রতিনিধি মো. রাশেদ প্রমুখ।
বাংলাদেশ তামাক বিরোধী জোট, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, আর্ক ফাউন্ডেশন, বিসিসিপি, বিআরডিএস, বাঁচতে শিখো নারী, কারিতাস বাংলাদেশ, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, হিমু পরিবহন, আইডাব্লিউবি, কেএইচআরডিএস, নাটাব, নবনীতা মহিলা কল্যাণ সমিতি, প্রজ্ঞা, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, প্রদেশ, সার্প, তাবিনাজ, টিসিআরসি, উদ্যোগ, ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে কর্মসূচি আয়োজন করে।পূর্বপশ্চিমবিডি