খবরের আলো :
মো:আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের গাতীপাড়ার ঈদগার সামনে থেকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ একটি ইজিবাইক জব্দ করেছে বিজিবি আইসিপি ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা।
৪৯ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব জানান, চোরাচালানিরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচার করে নিয়ে এসে বেনাপোল রোডের গাতীপাড়া ঈদগাহ মাঠের মধ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক হাতেম আলীর নেতৃত্বে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ইজিবাইক জব্দ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় ইজিবাইক চালক পালিয়ে যায়।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান,যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধসহ সকল ধরনের চোরাচালান দমন ও মাদকদ্রব্য পাচার রোধে সার্বক্ষণিক নজরদারি ও তৎপরতা বজায় রাখছে।