সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৯:০৫ পূর্বাহ্ন
খবরের আলো :
এম.এ আজিজ, ঠাকুরগাঁও (রুহিয়া) প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানায় রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, তিনি বলেন বিদ্যালয়ের বরাদ্দগুলো ঠিকমত কাজ না করে ভুয়া বিল ভাউচার দিয়ে সব টাকা আত্মস্বাৎ করেন এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিজ ই”ছামত আসে এবং নিজ ই”ছামত চলে যায়। সময়ের কোন গুরুত্ব নাই। ঠিকমত ক্লাস নেয় না। কয়েকজন ছাত্র/ছাত্রীর সাথে কথা বললে তারা বলেন আমাদের ঠিকমত ক্লাস হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রম্ভু রানী দীর্ঘদিন অত্র বিদ্যালয়ের থাকার কারণে তিনি কাউকে পরোয়া করে না। মন চাইলে বিদ্যালয়ে আসে না চাইলে আসে না। সহ-সভাপতি অত্র প্রধান শিক্ষিকাকে অতি দ্রæত বদলী না করলে বিদ্যালয়ের শিক্ষান মান ভালো হবে না। সভাপতি রমা কান্ত সেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিফ করেন নি। প্রধান শিক্ষিকা রম্ভু রানীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিদ্যালয়ের যাবতীয় খরচ সভাপতি করেন। এই বলে তিনি ফোনটি কেটে দেন।