শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০১:২৩ অপরাহ্ন
খবরের আলো :
শুক্রবার, ২৪ জানুয়ারী :গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে এখনও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল, রাঙামাটি ও নওগাঁ অঞ্চল রয়েছে।
এসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহ আরও ৩ দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, এছাড়া জানুয়ারি মাসে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। বরং মাসের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।