বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৪৫ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
নরসিংদীর শিবপুরে এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তার সৎভাইসহ দুইজনকে ফাঁসি দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মনির কামাল আসামিদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সৎভাই মো. জাকির হোসেন এবং আমজাদ হোসেন। এছাড়া মো. আবদুল মান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মো. শাহীন, মো. জাহাঙ্গীর আলম ও মো. রফিক মিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ মার্চ রাতে শিবপুরের বিরাজনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় তার ছেলে মো. রিমন মিয়া শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, সম্পত্তির বিরোধে আসামিরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মামলার বিচারে মোট ১৪ জনের সাক্ষ্য শুনে মঙ্গলবার রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার বাদী বলেন, খালাস মো. শাহীন ছিলো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।