বুধবার, ০৩ মার্চ ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
রাজধানীর মোহাম্মদপুরের এক বাড়ির ড্রামের ভেতর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধে হত্যা পর ড্রামে ভরে তার স্বামী পালিয়েছে।
মোহম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বলেন, প্রতিবেশীরা বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকের ওই বাড়িতে যায় পুলিশ। পরে ড্রামের ভেতরে অর্ধগলিত লাশটি পাওয়া যায়।
তিনি বলেন, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ দেখে মনে হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে দুই থেকে তিনদিন আগে।
সেলিম নামে একজন গত জানুয়ারি মাসে ওই ঘর ভাড়া নেয়। ওই নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানে প্রতিবেশীরা। কিন্তু গত দুই তিনদিন ওই দুইজনের কাউকে দেখেনি আশপাশের বাসার মানুষ।
সোমবার সন্ধ্যার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ আসা শুরু করলেও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি প্রতিবেশীরা। পরে দুর্গন্ধ তীব্র আকার ধারণ করলে তাদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পরিদর্শক শরিফুল।