খবরের আলো :
মোঃ জাকির হোসেন : ঢাকার ধামরাই স্নোটেক্স গার্মেন্ট দুপুরের খাবার খেয়ে প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পরেছে। তাদেরকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতাল ও গনস্বাস্থ্য মেডিকেলেসহ সাভার এনাম ক্লিলিনিকে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। গত রোববার(২৮অক্টোবর) বেলা ৫ঘটিকার সময় ধামরাই পৌর-শহরের ঢুলিভিটা বাসস্টান্ডের পশ্চিম পাশে স্নোটেক্স গার্মেন্ট এই ঘটনা ঘটে। স্নোটেক্স গার্মেন্ট শ্রমিক সুত্রে জানাযায় আজ দুপুরে মধ্যহ ভুজনের পর শ্রমিকরা যার কাজে যায় কিন্তু বেলা ৫ঘটিকার সময় হঠাৎ করে ফ্যাক্টরীর কয়েকজন শ্রমিক বমি করে অসুস্থ্য হয়ে পরে।সময় বারার সঙ্গে সঙ্গে ঐ ফ্লোরের আর প্রায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পরে। তাদেরকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতাল ও গণ স্বাস্থ্যসহ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। এই ব্যাপারে স্নোটেক্স গার্মেন্ট এর সহকারী পরিচালক মোঃ জয়দুল হোসেন বলেন, দুপুরে খাবার খেয়ে শ্রমিকরা সবায় কাজে যোগদেন কিন্তু হঠাৎ করে তিন তলার সি ফ্লোরের ১৫/২০জন মেয়ে শ্রমিক বমি করতে করতে অসুস্থ্য হয়ে পরে। তাদেরকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।তবে কি কারণে অসুস্থ্য হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।