সোমবার, ০১ মার্চ ২০২১, ০৮:৪৬ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা বুধবার (৩১ অক্টাবর) প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে বুধবার ভোটার তালিকা হল প্রশাসনের কাছে জমা রাখা হবে, যাতে করে কোনো ভুল-ত্রুটি থাকলে শিক্ষার্থীরা সংশোধন করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বুধবার দুপুর ১২ টায় উপাচার্যের অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়বসাইটে ভিজিট করে এই তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকা সংশাধনীর (সংযাজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া ভোটার তালিকার মূলকপি হলের অফিসে সংরক্ষিত থাকবে।