রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৯ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপেল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর এলাকা থেকে দেশীয় মদ সহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ যশোর।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর সাকিনস্থ ঝিকরগাছা ডিগ্রী কলেজ এর পুরাতন মাঠ সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে অভিযান চালিয়ে মো জাফ্ফর হোসেন(৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা কৃষ্ণনগরে তার দোকান থেকে ২৫ লিটার দেশীয় মদ ও নগত ১২ হাজার ৫০০ টাকা সহ তাকে আটক করা হয়।
আটক মদ সহ তাকে ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করা হয়েছে।