বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মঙ্গলবার গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম। তিনি গ্রাম আদালতের বিভিন্ন সুবিধা সমূহ নিয়ে আলচনা করেন। ও মোট গ্রাম আদালতে মামলা হয়েছিল ১১৯ টি নিষ্পত্তি করা হয়েছে ১১২ টি। আর মামলা গুলো ষ্পিত্তি করা হবে বলে এলাকার মানুষদের গ্রাম আাদালতে আসার জন্য আহবান জানান। এসময় ইউপি সদস্য হাসেম আলী, দেলোয়ার হোসেন সোনা, সেকেন্দার আলী, আনছার শেখ, রেশমা বেগম, জাকিয়া সুলতানা ইতি, জিনজিরা বেগমসহ জালালপুর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী মোঃ অয়ালিদ হোসেন, গ্রাম পুলিশ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য, ছাত্র/ছাত্রী, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের অধ্যাদেশ, আইন, এখতিয়ার, ক্ষমতা, আবেদন দাখিলের সময়, ফিস, সমন জারী, সদস্য উপস্থিতির অনুরোধ পত্র, আদালতের গঠন, বিচার প্রক্রিয়া, ক্ষতিপূরণ আদায় ইত্যাদি বিষয়ে বিশদ ভাবে আলোচনা হয়। আনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালতের সহকারি শাহিনারা খাতুন।