বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:২৬ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বিচার বিভাগের ওপর প্রশাসনিক হস্তক্ষেপের প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি পালন করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কর্মসূচির অংশ হিসাবে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবন থেকে আদালত ভবনে প্রবেশের পথে তালা লাগিয়ে দিয়েছে। তবে আইনজীবীরা বিকল্প পথে আদালতে যাচ্ছেন।
সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি দেয় সমিতি। তবে সকাল ৯টা থেকে আপিল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার কার্যক্রম শুরু হয়। মামলা পরিচালনায় অংশ নেন আইনজীবীরা।
এদিকে বর্জনের সমর্থনে সমিতির সভাপতির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন আইনজীবীরা। বার সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, আদালতের ওপর সরকারের হস্তক্ষেপ অব্যাহত থাকলে সারাদেশে বর্জন কর্মসূচি দেওয়া হবে।