রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৫ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
রাজধানীর কমলাপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে পণ্যবাহী কন্টেইনার লরির (টেইলর) ধাক্কায় সার্জেন্ট আবু জাফর নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সরকারি দায়িত্ব পালনের সময় ওই দুর্ঘটনা ঘটে। আবু জাফর র্যাব সদর দফতরে কমিউনিকেশন অ্যান্ড এমআইএস শাখায় কর্মরত ছিলেন।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কামান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সার্জেন্ট আবু জাফর গতকাল রাত সাড়ে ৮টার দিকে কমলাপুরে অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এলাকায় র্যাবের আমদানি করা পণ্য গ্রহণ করতে যান। ওই সময়ে সেখানে চলাচলকারী একটি টেইলরের ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার সম্মিলিত হাসপাতালে (সিএমএইচ) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।