বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:০৭ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বদরুদ্দোজা চৌধুরীর চিঠি গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্পধারাকে আগামী ২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় সংলাপের জন্য গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।
শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ড. হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন মায়া-বি তে এসে শেখ হাসিনার আমন্ত্রণপত্র তার কাছে হস্তান্তর করেন।
চিঠি গ্রহণ করে বি. চৌধুরী বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আমাদের প্রেসিডিয়াম বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় আমরা প্রধানমন্ত্রীকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছি, তিনি রাজি হয়েছেন, সেটা বিকল্পধারার দাবি ছিল।
তিনি বলেন, সংলাপ ছাড়া সমস্যার সমাধান হয় না। তাই আমাদের প্রেসিডিয়াম বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে সংলাপের জন্য। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের দু’জন নেতা এসেছেন এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।