শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:১৯ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদিগর ইকোপার্কের কাছে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত আনু হোসেন ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা। সে ১৫টি ডাকাতির মামলা অাসামি। যার মধ্যে নয়টি মামলাই গ্রেফতারি পরোয়ানা ছিলো।
ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার জানান, রাত ২টার দিকে উপজেলার কাদিগর ইকোপার্কের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আনু ও তার সহযোগীরা। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ কাদিগর এলাকায় পৌঁছলে ডাকাতরা গুলি চালায়।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আনুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।