রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:১৩ অপরাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৯ নম্বর ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কের ৯নং ব্রীজের নিচে ভাসমান বস্তাবন্দী যুবকের লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, তার মাথার পেছনের দিকে ও ঘারে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন প‚র্বে ওই যুবককে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ব্রীজের নিচে নদীতে ফেলে দেয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে।