শনিবার, ০৬ মার্চ ২০২১, ১১:৩১ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ফলে বিএনপির আগের গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় শীর্ষ পদে দণ্ডপ্রাপ্ত কেউ থাকতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
উল্লেখ্য, তারেক রহমানের সাজা হবার পর, হঠাৎ বিএনপি এই ধারা বাতিল করে গঠনতন্ত্র সংশোধনের কথা ইসিকে জানিয়েছিল। এখন আগের গঠনতন্ত্র অনুযায়ী খালেদা জিয়া এবং তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হওয়ায় বিএনপিকে নতুন নেতা নির্বাচন করতে হবে।