শুক্রবার, ২৭ মে ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলী ও সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল আলিমসহ বিএনপি ও জামায়াতের ৫০ নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে।
সদর উপজলার ব্রক্ষ্যরাজপুর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযাগে বুধবার এ মামলাটি দায়ের করা হয়।
এ মামলার অন্যান্য আসামীরা হলেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নাগরিক ঐক্যর আহবায়ক এড. রবিউল ইসলাম খান, বিএনপি নেতা চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিএপি ও জামায়াতের ৫০ জন নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, উল্লিখিত আসামীরা নাশকতার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার রাতে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে নাগরিক ঐক্যর আহবায়ক এড. রবিউল ইসলাম খান, সদর পূর্ব শাখা জামায়াতর আমির মাওলানা আব্দুল ওয়ারশ আলী, ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতর আমির ইয়াসিন আলি, জামায়াত নেতা আবুল হাসান, আক্তারুজ্জামান, মো.বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হাসান গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্য আনা বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলায় বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।