বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:১১ পূর্বাহ্ন
খবরের আলো :
স্টাফ রির্পোটার-মো: জসীম উদ্দীন চৌধুরী:টঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে থানা প্রেসক্লাবের পক্ষ থেকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে ভারতের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক পুলক বসু, কবি ও সাহিত্যিক দূর্গা বেরা ও রাজু শেখকে এ সংবর্ধনা দেওয়া হয়।
টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কলামিষ্ট মোহাম্মদ আলমের সঞ্চালনায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হাজী এস এম মনির উদ্দিন, সহ-সভাপতি মো. রোমান শেখ, যুগ্ম-সাধারন সম্পাদক আমল চন্দ্র ঘোষ, সংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, প্রচার ও দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, দৈনিক সমকালের টঙ্গী প্রতিনিধি মো. আবু সালেহ মুসা বাবু, দৈনিক জনতার দেওয়ান রফিকুল ইসলাম মাখন, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, অলিদুর রহমান অলি, টঙ্গী বন্ধু সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মো. হানিফ মিয়া সবুজ, সাধারণ সম্পাদক সুজন সারোয়ার,দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আল আমিন হোসেন, শেখ রাজিব হোসেন আকাশ, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে জাগ্রত নাট্যকর্মী কল্যাণ পরিষদের পক্ষ থেকেও গুনীজনদের বিশেষ সম্মাননা প্রদান করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত।