রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৫ মার্চ :চট্টগ্রামে ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাশকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর আগ্রাবাদে নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন রাইজিংবিডিকে জানিয়েছেন, একটি প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার সময় ১০ হাজার টাকাসহ পলাশ কুমার দাশকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।