বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
খবরের আলো :
হজ মৌসুমে হাজি ও ওমরা পালনকারীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করতে পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু করেছে সৌদি সরকার।
মঙ্গলবার বাদশা সালমান এ ট্রেন উদ্বোধন করেন। এর ফলে মক্কা থেকে মদিনা যেতে কিংবা আসতে আগে যেখানে ৬ ঘণ্টা লাগত এখন সেখানে তিন ঘণ্টা সময় কম লাগবে।
সাড়ে চারশ’ কিলোমিটারের হারামাইন হাই-স্পিড এই রেল সিস্টেমের মাধ্যমে মক্কা থেকে মদিনায় বছরে ৬ কোটি যাত্রী আনা-নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ট্রেনে যাত্রীদের জন্য বই বা ম্যাগাজিন এবং কফি ও হালকা খাবারের ব্যবস্থা থাকবে। পর্যটক, বিশেষ করে হাজি ও ওমরা পালনকারীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের ভ্রমণ সহজ ও আরামদায়ক করতেই অত্যাধুনিক এ ট্রেন নামাল সৌদি।
দেশটির যোগাযোগমন্ত্রী নাবিল বিন মোহাম্মাদ আল-আমুদি জানান, দীর্ঘ এই রুটে পাঁচটি স্টেশন থাকবে। সেগুলো হল- মক্কা, জেদ্দাহ, কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি, কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং মদিনা।
ঘণ্টায় তিনশ’ কিলোমিটার গতিতে ছুটবে এ ট্রেন।