রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
ভারতের বিহার রাজ্যে শনিবার সকালে পৃথক দুটি ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই পুলিশসহ আহত হয়েছে আরও বহু মানুষ।
শনিবার সকালে বিহারের মজফফরপুরের কান্তি পুলিশ স্টেশন এলাকায় একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষের হয়। এই দুর্ঘটনায় ১২ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজ।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কান্তি এলাকার পুলিশ ও উদ্ধারকারী দল। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, এ দুর্ঘটনায় হতাহতদের সবাই মুজাফফরপুরের হাতরি জেলার বাসিন্দা। জানা যায়নি দুর্ঘটনার কারণও। এখনও ঘটনাস্থলে ভিড় করে আছে এলাকার লোকজন।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিহার পুলিশ। ফলে নিহতের সংখ্যা আরও বোড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, দুর্ঘটনায় পড়া গাড়িটি উত্তর প্রদেশ রাজ্যের পুলিশের। আর ট্রাকের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণও জানা যায়নি।