বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৩০ পূর্বাহ্ন
খবরের আলো:
রবিবার, ০৮ মার্চ :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে কেউ কিছু করতে চাইলে তাদের দমন করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার (৮ মার্চ) নওগাঁর ধামইরহাটে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় বন্ধু দেশের সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অকৃত্রিম বন্ধু দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী দেশে অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের রুখতে প্রস্তুত রয়েছে। যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হলে কঠোর হাতে সেই সব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পরে তিনি মাদক কারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।