বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন
খবরের আলো:
বুধবার, ১১ মার্চ :দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এইটা দেশের জন্য একটি সুখবর বলা চলে।
বুধবার (১১ মার্চ) মহাখালীতে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।