বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
খবরের আলো:
শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন আনন্দ টিভির ২বর্ষ পূর্তি পালন করা হয়েছে। শ্রীপুর উপজেলার জেলা পরিষদ ডাকলাংলোয় কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ ২০২০ বেলা ১২টায় শুভ সূচনা করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ূন কবির হিমু এবং শ্রীপুর উপজেলা যুব মহিলালীগের সভাপতি মৌসুমি সরকার উপস্থিত ছিলেন।এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরের সঞ্চালনায় ও আনন্দ টিভির শ্রীপুর প্রতিনিধি মোহাম্মদ আদনান মামুনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক বনিক বার্তা প্রতিনিধি মাহফুল হাসান হান্নান, একাত্তর টিভির প্রতিনিধি সালাম রানা, মহিউদ্দিন আহমেদ দৈনিক খবরের আলো ,দিনকালের বশির আহমেদ কাজল, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, দৈনিক দিনকালের বশির আহমেদ কাজল, দৈনিক ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, দৈনিক নয়াদিগন্তের নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান, দৈনিক জনতার প্রতিনিধি মোঃ আকতার হোসেন, মানব কন্ঠ ও জাগো নিউজ’র প্রতিনিধি শিহাব খান, দৈনিক দেশ কালের প্রতিনিধি রাতুল মন্ডল, দৈনিক ভোরের পাতা পত্রিকার বায়জিদ আকন্দ, এশিয়ান টিভির হোসাইন আলী বাবু, বাংলা টিভির শেখ সুমন, দৈনিক নবরাজ প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক ভোরের দর্পণের এমদাদুল হক, দৈনিক আমার সময়ের আলফাজ সরকর আকাশ, দৈনিক খবরপত্রে মোশাররফ হোসেন তযু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা, ইকবাল হোসেন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার আরিফ মন্ডল, দৈনিক প্রভাতি খবরের মাহফুজুর রহমান ইকবাল, দৈনিক অধিকার পত্রিকার রুবেল, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার তানভীর ইউ আহমেদ, যোগফল নিউজের মুজাহিদ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার আফজাল হোসেন, দৈনিক গণশক্তি মোক্তার হোসেন, দৈনিক সরে জমিন পত্রিকার জুনায়েত আকন্দ, দৈনিক নবচেতনা পত্রিকার এস এম জহিরুল ইসলামও শ্রীপুর কর্মরত প্রিন্টি ও ইলেক্টি মিডিয়ার সংবাদ কর্মী।এসময় বক্তারা আনন্দ টিভির সম্মৃদ্ধি কামনা করে ও বস্তু নিষ্ঠ সংবাদ প্ররিবেশের প্রশংসা করেন।