বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন
খবরের আলো:
শ্রীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ মার্চ )বুধবার দুপুরে পৌর শহরের শ্রীপুর মডেল থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানবজমিনের শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দের সভাপতিত্বে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আরিফ খান আবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি আবুবক্কর সিদ্দিক আকন্দ সোহেল, মহিউদ্দিন আহমেদ দৈনিক খবরের আলো, দৈনিক দিনকালের বশির আহমেদ কাজল, বাংলাদেশ প্রতিদিনের মাহাবুব আকন্দ, নবরাজের জামাল উদ্দিন, দেশকালের রাতুল মন্ডল, ভোরের দর্পনের এমদাদুল হক, আমার সময়ের আলফাজ সরকার, স্বদেশ প্রতিদিনের আবদুল আজিজসহ প্রমূখ।এ সময় বক্তারা বলেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী দেশের অনুসন্ধানী সাংবাদিকতার প্রতীক। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মানহানি মামলা করায় আজ সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। অবিলম্বে এই মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানাই। নয়তো সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।