বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৩:১৬ পূর্বাহ্ন
খবরের আলো:
রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় এলামনাই অ্যাসোসিয়েশন ও রজত জয়ন্তী অনুষ্ঠিত হবে বৃহষ্পতিবার। দিনব্যাপী এই সম্মিলন বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বুধবার সকালে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সম্মিলনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, এলামনাই বক্তা থাকবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু বকর সিদ্দিক বিশেষ অতিথি থাকবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
দিনব্যাপী এই সম্মিলনের কর্মসুচি হিসেবে থাকবে, পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কোরআন তেলাওয়াত, এলামনাই কমিটি গঠন, পরিচয় পর্ব ও পরিবেশনা, স্মৃতিচারণ, এবং সাংস্কৃতিকসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্মিলন ও রজত জয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।