রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:১৬ পূর্বাহ্ন
খবরের আলো:
হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোটার: পটুয়াখালীর কলাপাড়ার লতাচাপলি ইউপি চেয়ারম্যান মো: আনছার উদ্দীন মোল্লাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শাতে বলেছেন আদালত। বুধবার (১১মার্চ) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন। একই সাথে বিজ্ঞ আদালত ১৮ মার্চ তাকে প্রতিবেদন সহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার লতাচাপলি ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মোসা: খাদিজা বেগম প্রতারনার অভিযোগে একই গ্রামের মোতালেব মুসুল্লী সহ দুই জনের নামে ২৭ ফেব্রæয়ারী ২০১৮ বিজ্ঞ আদালতে নালিশী মামলা আনয়ন করেন। আদালত সন্তুষ্ট হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও আদালতে প্রতিবেদন দাখিল না করায় বুধবার বিজ্ঞ আদালত আনছার উদ্দীন মোল্লাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর আদেশ সহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও বাদী পক্ষের নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট মো: নুরুজ্জামান সিকদার এ আদেশের সত্যতা স্বীকার করেন।