শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:১৭ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
বিশ্বজুড়েই আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এশিয়ার দেশ পাকিস্তানেও আক্রমণ করেছে প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত ৪৬৭ জন আক্রান্ত হয়েছেন।
দেশের এমন অবস্থায় করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। নিজ দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে সচেতন করতে একটি ভিডিও বার্তা দিয়েছেন আফ্রিদি।
ভিডিও বার্তাটি আফ্রিদি সামাজিক যোগাযোগ-মাধ্যম টুইটারে শেয়ার করেছেন। সেই ভিডিও বার্তায় আফ্রিদি দেশের সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘স্বাস্থ্যই সম্পদ। করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এছাড়া এ ক্রিকেটার করোনা থেকে বাঁচতে বেশকিছু পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, ‘হাঁচি, কাশি দেওয়ার সময় এবং খাবার আগে ও পরে আমাদের হাত খুব ভালোভাবে ধুতে হবে। আপনার হাত জীবাণুমুক্ত রাখতে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু পেপার ডাস্টবিনে ফেলুন। আপনি সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে’।